আন্তর্জাতিক মঞ্চে ফিরছেন রাসেল

শিগগিরিই আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে পুনরায় ডাক পেয়েছেন এই তারকা। তার সঙ্গে জাতীয় দলে ফিরছেন ওশানে থমাস। শতভাগ ফিট হয়ে দলে ঢুকছেন শিমরন হেটমায়ারও। তিন ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন।

শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়। কাইরন পোলার্ড দলকে নেতৃত্ব দেবেন। ৪ ও ৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড- 
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কর্টেল, সিমরন হেটমায়ার, শাই হোপ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেডেন ওয়ালস জুনিয়র, কেসরিক উইলিয়ামস।

About admin

Check Also

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ২০ দেশ

বিশ্বব্যাপী ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে দুটি বৈশ্বিক টুর্নামেন্টে দল বাড়ানোর ভাবনা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *