সাকিবের জন্য লটারি চায় সবাই

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হবে আগামী ৩১ মে। গত বছরের স্কোয়াড নিয়েই এবার দলগুলো লড়াইয়ে নামবে। মূল লড়াই শুরুর আগে আপাতত লড়াই চলছে গত বছর নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানকে পাওয়ার জন্য।

এদিকে মোহামেডানের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। মোহামেডানও বোর্ডকে পাঠিয়েছে চিঠি।মোহামেডানের হয়ে সাকিবের মাঠে নামা যখন প্রায় নিশ্চিত। চুক্তিও হয়েছে এমনটা জানা গিয়েছিল!

তবে তখন সাকিবকে দলভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছেন আরেক বিখ্যাত ক্লাব ব্রাদার্স ইউনিয়ন।
ব্রাদার্সের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, ‘সাকিব মোহামেডানে যদি চুক্তি করেও থাকেন, তিনি কোথায় খেলবেন সেই সিদ্ধান্ত সিসিডিএম নেবে। সাকিবের মত খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ সব দলের সমান হওয়া উচিৎ। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই।’

শীর্ষস্থানীয় ঐ কর্মকর্তা বলেন, ‘আমরা সিসিডিএমের কাছে সাকিবকে পেতে আবেদন করবো। সেক্ষেত্রে আমাদের চাওয়া হবে সাকিবের জন্য আগ্রহী দলগুলোর মধ্যে লটারি হোক। লটারি বা ড্রয়ের ভিত্তিতে সিদ্ধান্ত হোক ক্লাবগুলোর ভাগ্য, কারা পাবে সাকিবকে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মুর্তজা দেরিতে দল পেয়েছিলেন, কারণ চোটের কারণে ছিলেন না ড্রাফটে। তাকে দলভুক্ত করতে একাধিক দল আগ্রহী হওয়ায় দল নির্ধারণ করে দেওয়া হয় লটারির মাধ্যমে। ব্রাদার্সের চাওয়া, সাকিবের ক্ষেত্রেও দল নির্বাচন হোক লটারিতে। শুধু ব্রাদার্স নয়, অন্য ক্লাবগুলোও চাইছে লটারির মাধ্যমে নির্ধারিত হোক সাকিবের দল।

About admin

Check Also

লাবুশানে যেন নাইট ক্লাবের সুন্দরী মেয়ে – অ্যান্ডারসন

বর্তমান সময়ে টেস্টে অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশানে। স্টিভেন স্মিথের কনকাশন সাবে ২০১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *