ইনজুরির সঙ্গে লড়াই করেও সেরা না উঠায় বাধ্য হযে অবসরের ঘোষণা দিয়েছেন নটিংহামশায়ার ও ইংল্যান্ডের পেসার হ্যারি গার্নি। কাঁধের চোট থেকে সেরে না ওঠায় ৩৪ বছর বয়সী তারকার এই সিদ্ধান্ত। চোট পাওয়ায় গত মৌসুমে টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে নটিংহামশায়ারের হয়ে বিজয়ী অভিযান মিস হয়ে যায় গার্নির।
দলটির হয়ে ক্যারিয়ারে তিনটি ওয়ানডে ট্রফির শিরোপা জিতেছেন তিনি। তার মধ্যে লর্ডসে দুটি লিস্ট-এ ফাইনাল ও ২০১৭ ভাইটালিটি ব্লাস্ট শিরোপা জিতেন।
অবসরের প্রসঙ্গে গার্নি ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে বলেন, ‘বুটজোড়া তুলে রাখার সময় এসে পৌঁছেছে আমার। সম্প্রতি কাঁধের চোট থেকে সেরা ওঠার চেষ্টায় ব্যর্থ হওয়ার পরে, ফলস্বরূপ আমার খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করতে হওয়ায় আমি খুব হতাশ হয়েছি। ’
গার্নি ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট খেলে ১১ উইকেট নিয়েছে। ২ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া তিনি ১০৩টি প্রথম শ্রেণি এবং ৯৩টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন।