ওয়েম্বলিতে ইতিহাস; বাংলাদেশের হামজার ইংল্যান্ড জয়!

ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমিরেটস এফএ কাপের শিরোপা জিতলো লেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে টিলেমানসের করা একমাত্র গোলে চেলসিকে পরাজিত করে ফক্সরা। সেই সাথে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে এফএ কাপের শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী।

প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের সবচেয়ে প্রাচীনতম প্রতিযোগিতা এফএ কাপে বাজিমাত করলো লেস্টার সিটি। এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠলেও কখনও শিরোপা নিজেদের করে নিতে পারেনি ফক্সরা।

আগের ৪ বার ব্যর্থ হলেও এবার ঠিকই বাজিমাত করলো লেস্টার সিটি। লেস্টারের হয়ে এই ইতিহাসের অংশ হলো বাংলাদেশও। এফএ কাপের শিরোপায় এবার এমন কেউ চুমু আকলো যার শেকড় কিনা জড়িয়ে আছে এই বাংলাদেশেই।

বাংলাদেশি রত্নগর্ভা রাফিয়ার ছেলে হামজা চৌধুরী। তার বদৌলতে এবার প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জয়ে জড়িয়ে থাকলো বাংলাদেশের নাম।

About admin

Check Also

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ২০ দেশ

বিশ্বব্যাপী ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে দুটি বৈশ্বিক টুর্নামেন্টে দল বাড়ানোর ভাবনা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *