ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরুর প্রথম দিকের আসরে পাকিস্তানি খেলোয়াড়েরা খেললেও ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে তা আর এখন সম্ভব হয় না।
এদিকে আইপিলের আদলে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আয়োজন করে পাকিস্তান সুপার লিগ পিএসএল। পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজের দৃষ্টিতে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পাকিস্তান সুপার লিগের চেয়েও ভালো।
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে ওয়াহাব আইপিএলকে রেখেছেন শীর্ষে। পাকিস্তান ছাড়া বাকি দেশগুলোর বড় বড় তারকারা এই লিগে অংশ নেন। এমনকি আইপিএলের সময় আন্তর্জাতিক খেলাকেও গুরুত্ব দেন না ক্রিকেটাররা। আইপিএলের ঔজ্জ্বল্য তাই ঠিকই ধরা দেয় ওয়াহাবের চোখে, যার এখনও আইপিএল খেলার সুযোগ হয়নি।
ওয়াহাব রিয়াজ এ বিষয়ে বলেন, ‘আইপিএল এমন একটি লিগ যেখানে শীর্ষ পর্যায়ের সব খেলোয়াড় আসে এবং খেলে। আপনি আইপিএলের সাথে পিএসএলের তুলনা করতে পারবেন না। আমি বিশ্বাস করি, আইপিএল অনন্য পর্যায়ে। তাদের কমিটমেন্ট, ব্যবস্থাপনা, যোগাযোগের ব্যবস্থা, খেলোয়াড়দের নিলাম- সবকিছু সম্পূর্ণ ভিন্ন।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় না আইপিএলের সাথে আর কোনো লিগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তবে আইপিএলের পর যদি কোনো লিগ থেকে থাকে, সেটা পিএসএল। এটা পাকিস্তান প্রমাণ করেছে।’
তবে একটা বিষয়ে পিএসএলকে এগিয়ে রেখেছেন এই পাক বাহাতি পেসার। সেটা হলো পেস বোলিং ইউনিট।
ওয়াহাব রিয়াজ বলেন, ‘পিএসএল যে মানের বোলার আপনি পাবেন তা অন্য কোথাও নেই। এমনকি আইপিএলেও নেই। এ কারণে পিএসএলে খুব বেশি হাই স্কোরিং ম্যাচ হয় না। পিএসএলের বোলিং আক্রমণ বিশ্বের সেরা।’