স্বপ্ন সত্যি হলো; এখন সেরাটা দেব : আফিফ

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জাতীয় দলে ইতিমধ্যেই তার জায়গা মোটামুটি পাকা হয়ে গেছে। গত বিপিএলেও বিগ হিটিংয়ে নজর কেড়েছেন। তবে আফিফ হোসেনের স্বপ্ন হলো, ওয়ানডে খেলা। সেই স্বপ্নের পথে অনেকটাই এগিয়ে গেছেন এই তরুণ অল-রাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। এতে মহাখুশি আফিফ হোসেন জানালেন, সুযোগ পেলে সেটার পুরোপুরি সদ্ব্যবহার করে দলে জায়গা পাকা করে ফেলবেন।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এই তরুণ বলেন, ‘ওয়ানডে দলের জন্য কখন ডাক পাব সেই অপেক্ষায় ছিলাম আমি। শেষ পর্যন্ত আমার স্বপ্ন সত্যি হলো। এখন আমি অবস্থান মজবুত করার চেষ্টা করব। এটিই আমার প্রধান লক্ষ্য। টিম ম্যানেজম্যান্ট যা চায় তা করতে আমি প্রস্তুত। উপরের দিকে ব্যাটিং করতে পারলে একজন ব্যাটসম্যানের জন্য ইনিংসকে সমৃদ্ধ করার সুযোগ থাকে। তবে টিম ম্যানেজম্যান্ট যদি চায় তাহলে আমি লোয়ার অর্ডারেও ব্যাটিং করতে প্রস্তুত।’

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল আফিফের। তবে নিজেকে প্রমাণ করতে না পারায় বাদ পড়েন। এরপর গত বছর ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়ে এই অফ স্পিনিং অলরাউন্ডার এক ম্যাচে খাদের কিনারা থেকে টেনে তোলে জেতান দলকে ওই ইনিংস দিয়েই টি-টোয়েন্টি দলে তার জায়গা পাকা হয়ে যায়। ওয়ানডে দলে তীব্র প্রতিযোগিতার কথা মাথায় রেখেই আফিফ বলেন, ‘সুযোগ হলে সেরা পারফরম্যান্স করার চেষ্টা থাকবে। দল যে পরিকল্পনা করবে, যে দায়িত্ব আমাকে দেবে, সেই অনুযায়ী খেলার চেষ্টা করব।… যদি উপরে ব্যাট করি তাহলে অবশ্যই সময় নিয়ে খেলা যাবে। নিচে খেললে দল যখন যেটা চাইবে সেই অনুযায়ী খেলব।’

About admin

Check Also

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ২০ দেশ

বিশ্বব্যাপী ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে দুটি বৈশ্বিক টুর্নামেন্টে দল বাড়ানোর ভাবনা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *